প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত কুরিয়ান ভাষা শিক্ষা কোর্সের "সেপ্টেম্বর ডিসেম্বর/২০২৪" সেশনে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে কেন্দ্রের নির্ধারিত ফরমে নিম্ন বর্ণিত তথ্যাদি/ শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনকারীকে দক্ষিণ কোরিয়ার যে কোন সেক্টরে কাজ করতে আগ্রহী হতে হবে।


ভর্তি সংক্রান্ত তথ্যাদি/শর্ত

কোর্সের মেয়াদ

::

মাস

আসন সংখ্যা

::

৪০ (পুরুষ /মহিলা)

বয়স সীমা

::

১৮ - ৩৫

শিক্ষাগত যোগ্যতা

::

এসএসসি / সমমান পাস

শারীরিক যোগ্যতা

::

চোখের সুরক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শুধাম দেহের অধিকারী হতে হবে।

ভর্তি ফি

::

১০০০ টাকা

ভর্তি ফরম বিতরণ জমা

::

অফিস চলাকালীন সময়ে ( সকাল ( টা - টা) ০১/০৮/২০২৪ হতে ২২/০৮/২০২৪ পর্যন্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখা ( কক্ষ নং ১০১)

প্রার্থী বাছাই

::

শারীরিক যোগ্যতা মৌখিক পরীক্ষা ২৫/০৮/২০২৪ সকাল ১০ টা

ফলাফল প্রকাশ

::

২৭/০৮/২০২৪

ভর্তির তারিখ

::

২৮/০৮/২০২৪ হতে ২৯/০৮/২০২৪

প্রশিক্ষণ শুরু

::

/০৯/২০২৪ তারিখ রোজ সোমবার

প্রশিক্ষণের সময় স্থান

::

রবি হতে বৃহস্পতিবার ( সকাল টা হতে বিকাল টা পর্যন্ত প্রতিদিন) কক্ষ নং ৩০৬।

প্রয়োজনীয় কাগজপত্র

  •  
  • : সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি
  • : জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি
  • : পাসপোর্ট সাইজের কপি  ছবি

 

বিশেষ দ্রষ্টব্য: প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান করা হবে। সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 


যোগাযোগ: ০১৮০৬-০১৩৯২৮

ঠিকানা: শেখ ফজিলাতুন্নেছা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 

টেকনিক্যাল মোড়, মিরপুর রোড, দারুস সালাম, ঢাকা -১২১৬।


---


----

#sfmmttc #bkttc #bgttc

নবীনতর পূর্বতন